Nabanna | কেবল সাসপেন্ড, FIR নয়! কমিশনের নির্দেশ মেনেও মানলো না নবান্ন!

Thursday, August 21 2025, 4:30 pm
Nabanna | কেবল সাসপেন্ড, FIR নয়! কমিশনের নির্দেশ মেনেও মানলো না নবান্ন!
highlightKey Highlights

ভোটার তালিকা সংশোধনের কাজে রাজ্যের ৫ সরকারি কর্মচারিদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠায়, তাঁদের চাকরি থেকে সাসপেন্ড করে FIR দায়ের করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন।


ভোটার তালিকা সংশোধনের কাজে রাজ্যের ৫ সরকারি কর্মচারিদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠায়, তাঁদের চাকরি থেকে সাসপেন্ড করে FIR দায়ের করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য চিঠি লিখে কমিশনকে জানায়, সংশ্লিষ্ট কর্মচারীদের সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তাতে অসন্তোষ প্রকাশ করে মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে কমিশন জানায়, বৃহস্পতিবারের মধ্যে ওই কর্মীদের সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে। তবে ওই কর্মচারিদের সাসপেন্ড করলেও কোনও FIR দায়ের করেনি নবান্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File