Salary Increase | নতুন বছরে সান্তাক্লজ রাজ্য, শিশু মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের বেতন বাড়াল নবান্ন
Wednesday, January 22 2025, 2:38 am
Key Highlightsরাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে), মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)’র শিক্ষক, শিক্ষিকাদের ভাতা বাড়াল রাজ্য সরকার।
আগামী ফেব্রুয়ারি থেকে রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রর শিক্ষক, শিক্ষিকাদের ৩ শতাংশ ভাতা বাড়াল রাজ্য সরকার। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষাদপ্তর জানালো সহায়ক সহায়িকাদের ১১ হাজার ২৫৫টাকা ভাতা বেড়ে হচ্ছে ১১ হাজার ৫৯৩টাকা। মুখ্য সহায়ক, সহায়িকাদের ১১ হাজার ৬৩৮টাকা বেড়ে হচ্ছে ১১ হাজার ৯৮৭টাকা। এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকাদের ১৪ হাজার ৬৩২টাকা ভাতা বেড়ে হবে ১৫ হাজার ৭১টাকা। মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাদের ১৫ হাজার ৭৫৮টাকা বেড়ে হবে ১৬ হাজার ২৩১টাকা।
- Related topics -
- রাজ্য
- বেতন বৃদ্ধি
- পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা
- পশ্চিমবঙ্গ
- নবান্ন
- নবান্ন
- পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
- শিক্ষাদফতর

