Golf Green | খুন করে, দেহ তিন টুকরো করে নিশ্চিন্তে ঘুম খুনির! গল্ফগ্রিনে মহিলার কাটা মুন্ডু উদ্ধার ঘটনায় পর পর রহস্য

Sunday, December 15 2024, 9:21 am
Golf Green | খুন করে, দেহ তিন টুকরো করে নিশ্চিন্তে ঘুম খুনির! গল্ফগ্রিনে মহিলার কাটা মুন্ডু উদ্ধার ঘটনায় পর পর রহস্য
highlightKey Highlights

গল্ফগ্রিনে আবর্জনার মধ্যে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনার পরতে পরতে রহস্য।


গল্ফগ্রিনে আবর্জনার মধ্যে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনার পরতে পরতে রহস্য। পুলিশ সূত্রে খবর, গত ১২ তারিখ মৃত খাদিজাকে নিয়ে রিজেন্ট পার্কের নির্জন এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে যায় ধৃত আতিউর লস্কর। সেখানে তাঁদের মধ্যে ঝামেলা হয়। এরপর ওই মহিলাকে ধাক্কা মারায় দেওয়ালে তাঁর মাথা ঠুকে যায়। এর পর মৃত্যু নিশ্চিত করতে খাদিজা তথা নিজের শ্যালিকার গলা টিপে শ্বাসরোধ করে আতিউর। খুনের পর খাদিজার দেহ তিন টুকরো করে বস্তায় দেহাংশগুলি ভরে গল্ফগ্রিন ও রিজেন্ট পার্কে এলাকায় ফেলে নিশ্চিন্তে ঘুম দেয় আতিউর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File