Siliguri Unnatural Death । স্কুলঘরেই ঝুলছে শিক্ষকের মৃতদেহ! চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে

Wednesday, December 4 2024, 4:48 pm
highlightKey Highlights

শিলিগুড়িতে প্রাথমিক শিক্ষকের রহস্যমৃত্যু। স্কুলের ঘর থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ।


মঙ্গলবার রাতে ফারাবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর থেকে এক শিক্ষকের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত শিক্ষক সৌরভ রায় (৩২), শিলিগুড়ির বাদুরবাগান এলাকায় থাকতেন। মঙ্গলবার সকাল ১১টাতেই স্কুলে গিয়েছিলেন সৌরভ। বেলা ৩টের পরেও সে বাড়ি না ফেরায় স্কুলে তাঁর খোঁজ করতে যান পরিবারের লোকেরা। রাত ১০:৩০ নাগাদ স্কুলের প্রধানশিক্ষক ফোন করে স্কুলেরই এক ঘর থেকে সৌরভের মৃতদেহ উদ্ধারের কথা জানান। এ ঘটনায় অভিযোগের তীর বইছে প্রধান শিক্ষকের দিকেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File