Mustafizur Rahman | চলতি আইপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে সই মুস্তাফিজুরের, খেলবেন দিল্লির হয়ে!
Wednesday, May 14 2025, 3:07 pm

অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সই করলা দিল্লি ক্যাপিটালস।
চলতি আইপিএলে মাঠে নামতে চলেছেন প্রথম বাংলাদেশি। অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সই করলা দিল্লি ক্যাপিটালস। চলতি মরশুমের শেষ পর্যন্ত দিল্লির হয়ে খেলবেন ফিজ। মুস্তাফিজুর আইপিএলে বেশ কয়েকটি মরশুমে খেলেছেন। গত বছর তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসে। তার আগের বছর দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলেছিলেন তিনি। যদিও তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় আছে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল
- দিল্লী ক্যাপিটালস্
- বাংলাদেশ