রাজ্যকবে হবে রাজ্যে পুরভোট? কোনো তথ্য নেই মন্ত্রীমহলে, জানালেন ফিরহাদ হাকিম
আগামী ৩০শে অক্টোবর রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে বকেয়া ভোটগুলি মিটে গেলেই বাকি থাকবে শুধু পুরনির্বাচন। এবিষয়ে কলকাতা পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান তথা মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরনির্বাচন সংক্রান্ত কোনো তথ্য মন্ত্রীমহলের কাছে নেই। কিন্তু তৃণমূলের এক শীর্ষনেতা বলেন, ‘‘যত তাড়াতাড়ি সম্ভব বকেয়া পুরভোট সেরে ফেলতে রাজ্য সরকার সবসময়ই আগ্রহী।" অনেকেই জানিয়েছেন ১৮-১৯ ডিসেম্বর নাগাদ কলকাতা, হাওড়া এবং বিধাননগর কর্পোরেশনের ভোট হওয়া অসম্ভব নয়। তবে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।