MI vs SRH | আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

Thursday, April 17 2025, 2:57 am
MI vs SRH | আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ
highlightKey Highlights

আজ ভরসন্ধ্যায় আইপিএলের রণপ্রাঙ্গনে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। একনজরে দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ।


আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, উইল জ্যাকস/করবিন বশ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, করণ শর্মা/বিগ্নেশ পুথুর। সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি, ঈশান মালিঙ্গা/উইয়ান মুল্ডার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File