Sundar Pichai | Google সিইও সুন্দর পিচাইকে অবমাননার নোটিস দিল মুম্বই আদালত

Monday, December 2 2024, 2:03 pm
highlightKey Highlights

২০২২ সালে Youtube থেকে এই ভিডিয়োটি সরানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই ভিডিয়োটি এখনও Youtubeএ উপলব্ধ রয়েছে৷


গুগল সিইও সুন্দর পিচাইকে অবমাননার নোটিস দিল মুম্বই আদালত! ঘটনার সূত্রপাত ‘পাখন্ডি বাবা কি কার্তুত’ নামে একটি ভিডিয়োকে কেন্দ্র করে। ২০২২ সালে Youtube থেকে এই ভিডিয়োটি সরানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই ভিডিয়োটি এখনও Youtubeএ উপলব্ধ রয়েছে৷ যার ফলে গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়। অভিযোগ, ওই ভিডিওতে স্বেচ্ছাসেবী সংগঠন ধ্যান ফাউন্ডেশন এবং তার প্রতিষ্ঠাতা যোগী অশ্বিনী সম্পর্কে মিথ্যা এবং অপমানজনক তথ্য দেওয়া হয়েছে৷ তবে গুগুলের বক্তব্য, এভাবে মানহানির অভিযোগ করা যায় না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File