Emergency Landing | তুরস্কের প্রত্যন্ত এলাকার বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বইগামী বিমানের! ১৬ ঘন্টা ধরে আটকে ২০০ ভারতীয়!
Thursday, April 3 2025, 1:41 pm

তুরস্কের এক প্রত্যন্ত এলাকার বিমানবন্দরে জরুরি অবতরণ করলো মুম্বইগামী বিমান।
তুরস্কের এক প্রত্যন্ত এলাকার বিমানবন্দরে জরুরি অবতরণ করলো মুম্বইগামী বিমান। তারপর থেকে ১৬ ঘণ্টা ধরে সেখানেই আটকে রয়েছে ওই বিমানটি। বৃহস্পতিবার ভার্জিন অ্যাটলান্টিকের লন্ডন থেকে মুম্বইগামী উড়ানটিকে মেডিক্যাল ইমার্জেন্সির কারণে তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। কিন্তু ওই বিমানবন্দর থেকে অন্য উড়ানের ব্যবস্থা করা হয়নি। দিয়ারবাকির বিমানবন্দরে এমন ধরনের বিমান হ্যান্ডল করার পরিকাঠামো নেই। যার ফলে প্রায় ১৬ ঘন্টা ধরে আটকে যাত্রীরা। জানা গিয়েছে, মুম্বইগামী বিমানে ২০০ জন ভারতীয় রয়েছে।