Punjab । হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল, পাঞ্জাবে মৃত ১, ধ্বংসস্তূপের নিচে আটক বাসিন্দারা, উদ্ধারে এনডিআরএফ
Sunday, December 22 2024, 2:41 am

মর্মান্তিক দুর্ঘটনা পাঞ্জাবের মোহালিতে। ভর সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক বহুতল। দুর্ঘটনার জেরে এক যুবতীর মৃত্যু হয়েছে।
শনিবার ভর সন্ধ্যায় পাঞ্জাবের মোহালির সোহানা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এক ছয়তলা বহুতল। এর জেরে চাপা পরে মৃত্যু হয়েছে ১ যুবতীর। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে আরো অনেকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ। উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনাও। স্থানীয়দের দাবি, বহুতলের নিচের তলায় একটি জিম ও একটি টিউশন সেন্টার ছিল। এছাড়া বহু মানুষ পেয়িং গেস্ট হিসাবে থাকতেন সেখানে। তাঁরা সবাই চাপা পড়েছেন। উদ্ধারকার্য এখনও চলছে, বাড়তে পারে মৃতের সংখ্যা।
- Related topics -
- দেশ
- পাঞ্জাব
- উদ্ধারকারী
- মৃতদেহ উদ্ধার
- মৃতদেহ
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- ভারতীয় সেনা
- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী