বাণিজ্য

Reliance-Operation Sindoor | যুদ্ধের আবহেও ব্যবসা, ‘অপারেশন সিঁদুরে’র লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে আবেদন আম্বানির!

Reliance-Operation Sindoor | যুদ্ধের আবহেও ব্যবসা, ‘অপারেশন সিঁদুরে’র লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে আবেদন আম্বানির!
Key Highlights

‘অপারেশন সিঁদুরে’র লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে চাইলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।

এখন ভারত তথা বিশ্ব জুড়ে সকলের মুখে, টিভিতে, ফোনে একটাই নাম, ‘অপারেশন সিঁদুর’! ভারত সেনার এই অভিযানের নাম যেমন অনেককেই আলোড়িত করেছে, তেমনই নজর কেড়েছে এই মিশনের লোগো। এবার সেই লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে চাইলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। জানা গিয়েছে, শিক্ষা ও বিনোদনমূলক পরিষেবা দানের ক্ষেত্রে লোগোটি ব্যবহার করতে চান আম্বানি। ইতিমধ্যেই বুধবার অপারেশন সিঁদুরকে ওয়ার্ক মার্ক হিসেবে নথিভুক্ত করার আবেদন করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে এক আম্বানিই নয়, এই আবেদন করেছেন   আরও ৩ ব্যবসায়ী।