Yunus-Trump | আমেরিকার নয়া শুল্কনীতি ৩ মাস স্থগিত রাখার আর্জি, ট্রাম্পকে চিঠি লিখলেন মহম্মদ ইউনুস!
Tuesday, April 8 2025, 3:36 am

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
ট্রাম্পের ট্যারিফ ঝড়ে ধরাশায়ী এশিয়ার শেয়ার মার্কেট। প্রভাব পড়েছে বহু দেশের বাণিজ্যিক বাজারেও। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। ভারতের পড়শী দেশে শুল্ক হিসাবে ৩৭ শতাংশ আরোপ করেছে ট্রাম্প সরকার। এই পরিস্থিতিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইংর তরফে জানানো হয়েছে, বাংলাদেশে আমেরিকার তরফে যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে, তা ৩ মাস স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন মহম্মদ ইউনুস।