MS Dhoni Jersey | আর কেউ পরতে পারবেন না 'লেজেন্ড' ধোনির ৭ নং জার্সি! মাহির জার্সিকে 'অবসর' দিল বিসিসিআই! আর কার জার্সি রয়েছে তোলা?
এমএস ধোনির জার্সি নং ৭ আর ব্যবহারে করতে পারবেন না অন্য ভারতীয় ক্রিকেটার। জার্সি নং ৭-কে অবসর দেওয়ার সিদ্ধান্ত বলে বিসিসিআই-র খবর।
ভারতীয় ক্রিকেট দলের জার্সি নং ৭ (Jersey No. 7) মাঠে নামা মানেই যেন স্বস্তির নিঃশ্বাস নিতো গোটা ভারতবাসী। কারণ ৭ নম্বর মানে এমএস ধোনির জার্সি (MS Dhoni Jersey)। অভিষেকের সময় থেকে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ৭ নম্বর জার্সি পরে খেলেছেন। কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়েও তাঁর গায়ে সেই একই জার্সি। একাধিক ইতিহাসের সাক্ষী এই জার্সি নং ৭ (Jersey No. 7)। তবে বেশ কয়েক বছর আগেই অবসর নিয়েছেন মাহি। এবার অবসর নিতে চলেছে তাঁর জার্সিও! বিসিসিআই-র খবর (BCCI News) অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনির জার্সিকে অবসরে পাঠানো হবে। অর্থাৎ আর কোনও ভারতীয় ক্রিকেটার ৭ নম্বর নিজের জার্সির পিছনে ব্যবহার করতে পারবেন না।
বিসিসিআই জানিয়েছে, ভারতের তরুণ ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটারদের জানানো হয়েছে যে তারা এমএস ধোনির ৭ নম্বর জার্সি ব্যবহার করতে পারবেন না। নতুন খেলোয়াড়রা ৭ নম্বর এবং ১০ নম্বর বাদে অন্য কোনও নম্বর তাদের জার্সিতে ব্যবহার করতে পারেন। উল্লেখ্য, এর আগে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জার্সির নম্বর-১০ কে আগেই অবসর দেওয়া হয়েছে। তেন্ডুলকরের অবসরের কিছু সময় পরে, ২০১৭ সালে তাঁর জার্সি নম্বর দশকে অবসর দেওয়া হয়েছিল। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলে কেউই এই নম্বরের জার্সি পড়তে পারবেন না। এবার এমএস ধোনির জার্সি (MS Dhoni Jersey) নম্বরের সঙ্গেও একই সিদ্ধান্ত নেওয়া হল। ক্রিকেটের প্রতি ধোনির অবদানকে শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
প্রসঙ্গত, অভিষেকের সময় থেকে ধোনি ৭ নম্বর জার্সি পরে খেলেছেন। কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়েও তাঁর গায়ে সেই একই জার্সি। তিনি নিজের থেকে জার্সির নম্বর পরিবর্তন করেননি, সঙ্গে তাঁকে জার্সি নম্বর পরিবর্তন করতেও বলেনি কেউ। একাধিক ইতিহাসের সাক্ষী থেকেছে এই জার্সি। প্রথম টি-২০ বিশ্বকাপ জয়, ওডিআই বিশ্বকাপে ২৮ বছরের খরা কেটেছে এই জার্সির হাত ধরে। বিশ্বকাপ এমএস ধোনি (World Cup MS Dhoni) এর নেতৃত্বেই আসে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, টিম ইন্ডিয়া ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল। ধোনিই একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে। বলে হয়, সাত নম্বর মাহির বড়ই প্রিয় ও ভীষণ লাকি। আর এই সাত নম্বর জার্সি গায়ে চাপিয়েই দেশকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাহি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দেশের হয়ে তাঁর শেষ ম্যাচ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে ৫৩৮টি ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার ও ব্যাটার। আবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবেও অনবদ্য রেকর্ড গড়েছেন ধোনি। ফলে বিশ্বকাপে এমএস ধোনি (World Cup MS Dhoni) এর নেতৃত্ব, ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান-সব কিছুকেই সম্মান জানাতে সচিন টেন্ডুলকারের জার্সির পর মহেন্দ্র সিং ধোনির জার্সিকেও অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিলো বিসিসিআই।
সচিনের জার্সির ১০ নম্বর ও মাহির জার্সির ৭ নম্বর নিতে পারবেন না অন্য ক্রিকেটার। উল্লেখ্য, অনূর্ধ্ব ১৭ খেলার সময় শুভমান গিল (Shubman Gill) ৭ নম্বর জার্সি চেয়েছিলেন। কিন্তু তাঁকে সেটা দেওয়া হয়নি। তাই তিনি মিলিয়ে ৭৭ নম্বর জার্সি নেন। তবে বিসিসিআই-র খবর (BCCI News) অনুযায়ী, ধোনির ৭ নম্বর জার্সি পরতে মহিলা ক্রিকেটারদের বাধা নেই। এমনিতে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোনও প্লেয়ার ১ থেকে ১০০-এর মধ্যে যে কোনও নম্বর জার্সিতে ব্যবহার করতে পারেন। ভারতীয় দলে ৬০টির বেশি নম্বর বর্তমানে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ৬০টা নম্বর জার্সির জন্য দিয়েছে বিসিসিআই। ফলে কোনও প্লেয়ার যদি এক বছর বা তার বেশি সময় দলের বাইরে থাকেন তাহলে তাঁর জার্সির নম্বরটা কাউকে দেওয়া হয় না। ফলে নতুন যেই প্লেয়াররা আসছেন তাদের সামনে থাকছে ৩০টা নম্বর। সম্প্রতি, যশস্বী জসওয়াল যখন টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন, তখন তিনি ১৯ নম্বর জার্সি চেয়েছিলেন। জার্সি নম্বর ১৯ দীনেশ কার্তিক পরে খেলেন। এই জার্সি নম্বর নিয়েই রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন জসওয়াল। কিন্তু বিসিসিআই-এর প্রত্যাখ্যানের পর ৬৪ নম্বর জার্সি পরে নেন যশস্বী।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- বিসিসিআই
- বিসিসিআই প্রেসিডেন্ট
- মহেন্দ্র সিংহ ধোনি
- সচিন তেন্ডুলকার