এমএস ধোনির টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক উধাও, টুইটারের উপর খড়গহস্ত ফ্যানরা
Friday, August 6 2021, 1:22 pm

মহেন্দ্র সিং ধোনির নামের পাশ থেকে 'ব্লু টিক' সরে গেল টুইটারে যার ফলে আর ভেরিফায়েড নয় কিংবদন্তি ক্রিকেটারের টুইটার অ্যাকাউন্টটি। কেন এরূপ ঘটল সে নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি টুইটারের তরফ থেকে। তবে জানা যাচ্ছে যে বেশ বহুদিন ধরেই কোনোরকম টুইট করেননি ধোনি। চলতি বছরের ৮ জানুয়ারি শেষ টুইট করেছিলেন। এমনকী তিনি ইনস্টাগ্রামেই তাঁর অবসরের বার্তাও ঘোষণা করেছিলেন। তবে নীল টিক না থাকায় মহেন্দ্র সিং ধোনির ফ্যানেরা ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- মহেন্দ্র সিংহ ধোনি
- টুইটার