'খাব না আমরা চা!' গত বছরের সেই ভাইরাল চা কাকুই এবার নিজের চায়ের দোকান খুললেন
Friday, July 23 2021, 4:24 pm
 Key Highlights
Key Highlightsকরোনার প্রথম ঢেউ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন চা পিপাসু এক ব্যক্তির ভিডিয়ো। সেই ব্যাক্তি হলেন মৃদুল দেব যিনি বর্তমানে সকলের কাছে 'চা কাকু' বলেই পরিচিত। 'আমরা কি চা খাব না, খাব না আমরা চা', মৃদুল বাবুর এই সরল প্রশ্ন রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার নিজেরই একটি চায়ের দোকান খুলে ফেললেন সকলের প্রিয় চা কাকু। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। দোকানের সঙ্গে একটি ছবি পোস্ট করে 'চা কাকু' লিখেছেন, ' আমার নতুন দোকান। ছোট করে শুরু করলাম। যারা যারা আমার দোকানে চা খেতে চাও চলে এসো।'
-  Related topics - 
- লাইফস্টাইল
- মৃদুল দেব
- চা কাকু
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া

 
 