Indonesia | ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে মাউন্ট সেমেরু, অগ্নুৎপাতের জেরে আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়
Thursday, November 20 2025, 2:51 am
Key Highlightsসূত্রের খবর, আগ্নেয়গিরি থেকে বেড়িয়ে আসা গরম পাথর প্রায় সাত কিলোমিটার দূর পর্যন্ত ছুটে যাচ্ছে।
বুধবার আচমকাই সক্রিয় হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট সেমেরু। আগ্নেয়গিরির জেরে আকাশ ঢেকেছে ছাই আর গরম গ্যাসের কুণ্ডলীতে। প্রায় দুই কিলোমিটার পুরু ছাইয়ের আস্তরণে একাধিক এলাকা পুরো ঢেকে গিয়েছে। সূত্রের খবর, প্রায় সাত কিলোমিটার দূর পর্যন্ত ছুটে যাচ্ছে আগ্নেয়গিরি থেকে উদ্গরিত গরম পাথর। আট কিলোমিটার অবধি বিপজ্জনক এলাকার সীমা বাড়ানো হয়েছে। বাসিন্দাদের বেসুক কোবোকান নদী পেরিয়ে নিরাপদ কোনও স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে কতৃপক্ষ। এলাকায় জারি হয়েছে বিশেষ সতর্কতা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইন্দোনেশিয়া
- আগ্নেয়গিরি

