সর্বনিম্ন মূল্যে পেয়ে যাবেন 5G মোবাইল! ভারতের বাজারে লঞ্চ করছে কমদামের 5G ফোন Moto G।
Monday, November 30 2020, 12:56 pm
Key Highlights
ভারতের বাজারে পাওয়া যাবে Moto G 5G। সোমবার আনুষ্ঠানিক লঞ্চ করা হয়। তবে বেশ কয়েকদিন আগেই ইউরোপের বাজারে চলে এসেছে এই ফোন। জানা গিয়েছে, ভারতের বাজারে সবথেকে কমদামের ফাইভ-জি ফোন Moto G 5G। ৫০০০এমএএইচ ব্যাটারির সঙ্গে ফোনটির দাম ২৫,০০০ টাকা। Moto G 5G-তে আছে ৬.৭ ইঞ্চি full-HDস্ক্রিন। 750G SoC যুক্ত এই ফোনে থাকছে ৪জিবি র্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যানড্রয়েড ১০ -এর সঙ্গে Moto G 5G ফোনে ২০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা থাকছে।এই ফোনটি পাওয়া যাবে ফ্লিপকার্টএ। SBI এবং Axis কার্ডে পাওয়া যাবে ৫ শতাংশ ছাড়। HDFC তে পাওয়া যাবে ১০০০ টাকার ছাড়। অর্থাৎ ১৯,৯৯৯ টাকায় পেয়ে যাবেন।
- Related topics -
- টেকনোলজি
- মোটো জি
- ফাইভ-জি ফোন
- ফ্লিপকার্ট