Hooghly Unnatural Death । নাবালিকার মৃতদেহ আগলে কাঁদছেন মা, দুর্গন্ধে ছেয়ে যাচ্ছে বাড়ি , অদ্ভুত কান্ড হুগলিতে
Saturday, December 7 2024, 3:11 am
Key Highlights
প্রতিবন্ধী নাবালিকা মেয়ের মৃতদেহ আগলে বসে আছেন মা। দুর্গন্ধ ছড়াচ্ছে দেহ থেকে। ঘটনাটি ঘটেছে হুগলিতে।
এ যেন ঠিক রবিনসন স্ট্রিট। প্রতিবন্ধী নাবালিকা মেয়ের মৃতদেহ আগলে বসে আছেন মা। দুর্গন্ধ ছড়াচ্ছে দেহ থেকে। ঘটনাটি ঘটেছে হুগলিতে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অরিত্রী ঘোষ (১৪)। বাবার মৃত্যুর পরে বাড়িতে একাই থাকতেন মা মেয়ে। শুক্রবার বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এলে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে দুর্গন্ধ টের পান। সঙ্গে সঙ্গেই পুলিশ খবর দেন তারা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। নাবালিকার কাকা জানিয়েছেন, তাঁর বৌদি মানসিকভাবে অসু্স্থ।
- Related topics -
- রাজ্য
- হুগলী
- মৃতদেহ উদ্ধার
- মৃতদেহ