দেশ

এলাহাবাদ হাইকোর্ট জানাল, বিচ্ছেদের আগে অন্য সম্পর্কে গেলেও সন্তানের আইনি অধিকার মায়েদের

এলাহাবাদ হাইকোর্ট জানাল, বিচ্ছেদের আগে অন্য সম্পর্কে গেলেও সন্তানের আইনি অধিকার মায়েদের
Key Highlights

বিবাহ বিচ্ছেদের আগে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে সন্তানের আইনি অধিকার থেকে বঞ্চিত করা যাবে না মায়েদের। ঐতিহাসিক এক রায়ে এমনটাই জানাল এলাহাবাদ হাইকোর্ট। মহামান্য আদালতের সাফ কথা, বেড়ে ওঠার পথে মায়ের স্নেহ, উপস্থিতি না পেলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে শিশুদের উপর। বিবাহ বিচ্ছেদ না করেই অন্য সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী সংযুক্তা, তাই ছেলে আনমোলের আইনি অধিকার পাওয়ার তিনি যোগ্য নন বলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাম কুমার গুপ্ত নামে এক ব্যক্তি। তিনি হলফনামায় দাবি করেন, অপরিচিতের ঘরে সন্তানের সুরক্ষা নিয়ে চিন্তিত তিনি, তাই ছেলেকে তাঁর মায়ের কাছে যাতে না পাঠাতে হয় সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন ওই ব্যক্তি।