Hezbollah | ‘মোস্ট ওয়ান্টেড’ হেজবোল্লার প্রধান কমান্ডার শেখ মহম্মদ আলি লেবাননে গুলিতে নিহত হয়েছে
Wednesday, January 22 2025, 3:22 pm
Key Highlights
লেবাননে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল হেজবোল্লার শীর্ষ কমান্ডার শেখ মহম্মদ আলি হাম্মাদির। জানা গিয়েছে, এই হেজবোল্লা নেতা বহুদিন ধরে এফবিআইর ‘ওয়ান্টেড’ লিস্টে।
হেজবোল্লার পশ্চিম প্রান্তের আল বাক্কা এলাকায় দীর্ঘদিন কমান্ডার পদে ছিল শেখ মহম্মদ আলি। জানা গিয়েছে, এদিন ২ বাইক আরোহী হেজবোল্লা নেতাকে তার বাড়ির সামনে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে প্রাণে রক্ষা করা যায়নি। মঙ্গলবার স্থানীয় সংবাদপত্র আল আখবার তার মৃত্যুর খবর জানিয়েছে। এই হেজবোল্লা নেতা বহুদিন ধরে FBIর ‘ওয়ান্টেড’ লিস্টে ছিল। ১৫৩ জন যাত্রীসহ লুফথানসার এয়ারলাইন অপহরণসহ বহু হাইপ্রোফাইল জঙ্গি হামলায় নাম জড়িয়েছিল এই হাম্মাদির।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাক জঙ্গি
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- নিহত
- মৃত্যু
- গুলি বর্ষণ
- এফবিআই