দেশ

Uttar Pradesh । উত্তরপ্রদেশের সম্ভলে মন্দির মসজিদ বিবাদ, সার্ভে করতে গিয়ে আক্রান্ত ৩০ জন পুলিশ, নিহত ৩

Uttar Pradesh । উত্তরপ্রদেশের সম্ভলে মন্দির মসজিদ বিবাদ, সার্ভে করতে গিয়ে আক্রান্ত ৩০ জন পুলিশ, নিহত ৩
Key Highlights

রবিবার উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ সমীক্ষা করতে সরকারি আধিকারিকরা পৌঁছালে ধুন্ধুমার বেধে যায়। পুলিশের সঙ্গে সংঘাতে ৩ জনের মৃত্যু হয়l।

উত্তরপ্রদেশের সম্ভলের ‘শাহী জামা মসজিদ’ বানানো হয়েছিল একটি হিন্দু মসজিদ ভেঙে, এই দাবীতে মামলা রুজু হয় কোর্টে। দাবির সত্যতা যাচাই করতে সম্প্রতি আদালত ওই মসজিদ প্রাঙ্গণে সার্ভে করানোর নির্দেশ দেয়। এই ঘটনায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। রোববার স্থানীয় জনতা ও পুলিশের সংঘর্ষে কম করে ৩০ জন পুলিশ আহত এবং ৩ জন জনতা নিহত হন। ভারতের মন্দির মসজিদ সংঘাতের ইতিহাস বেশ পুরোনো। রাম মন্দির ইস্যুই কি চিন্তা বাড়াচ্ছে জনগণের? প্রশ্ন উঠছে।