খেলাধুলা

Argentina vs Spain | আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিক্সে নিজেদের অভিযান শুরু করল মরক্কো!সমর্থকদের বিক্ষোভে থামলো ম্যাচ

Argentina vs Spain | আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিক্সে নিজেদের অভিযান শুরু করল মরক্কো!সমর্থকদের বিক্ষোভে থামলো ম্যাচ
Key Highlights

২-১ গোলে আর্জেন্তিনাকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সে নিজেদের অভিযান শুরু করল মরক্কো।

 ২-১ গোলে আর্জেন্তিনাকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সে নিজেদের অভিযান শুরু করল মরক্কো। তবে ম্যাচ চলাকালীনই অসন্তোষ দেখা যায় সমর্থকদের মধ্যে।যার জেরে ম্যাচ বন্ধ থাকে। ম্যাচের পর অতিরিক্ত ১৬ মিনিট সময় দেন রেফারি। অতিরিক্ত সময়ে গোল করেন আর্জেন্তিনার ক্রিশ্চিয়ান মেদিনা। পেনাল্টি থেকে গোল পান তিনি। অন্যায্য পেনাল্টি আর্জেন্তিনা পেয়েছে বলে মরক্কোর সমর্থকরা দাবি করতে থাকেন। এরপর তাঁরা মাঠে বোতল,আতসবাজি ছোঁড়েন। একটা সময় মাঠে দর্শকরা প্রবেশ করে। এর ফলে ম্যাচ বন্ধ থাকে দুই ঘণ্টা।