রাতভর বোমাবাজি পটাশপুরে, প্রথম দফার ভোট শুরুর আগেই উত্তপ্ত বঙ্গ

Saturday, March 27 2021, 4:55 am
রাতভর বোমাবাজি পটাশপুরে,  প্রথম দফার ভোট শুরুর আগেই উত্তপ্ত বঙ্গ
highlightKey Highlights

তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে বোমাবাজি পটাশপুরে। সংঘর্ষ থামাতে যাওয়া ওসির সামনে ফাটল বোমা। আহত হয়ে ভর্তি হাসপাতালে। আজ প্রথম দফায় পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার ৩০টি আসনে নির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু ভোটগ্রহণ। মোতায়েন ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মাও কায়দায় ভোট পুরুলিয়ায় ভোটকর্মীদের গাড়িতে আগুল। জঙ্গল থেকে মুখ ঢাকা দুষ্কৃতী হামলা। চালককে নামিয়ে রাসায়নিক ছুড়ে হামলার অভিযোগ। তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File