Morne Morkel । ভারতের সিনিয়র পুরুষ দলের বোলিং কোচের দায়িত্ব পেলেন মর্নি মরকেল

Wednesday, August 14 2024, 12:10 pm
Morne Morkel । ভারতের সিনিয়র পুরুষ দলের বোলিং কোচের দায়িত্ব পেলেন মর্নি মরকেল
highlightKey Highlights

ভারতের সিনিয়র পুরুষ দলের বোলিং কোচ নির্বাচিত হলেন মর্নি মরকেল।


ভারতের সিনিয়র পুরুষ দলের বোলিং কোচ নির্বাচিত হলেন মর্নি মরকেল। তবে বোলিং কোচ হিসেবে মর্নি মরকেলের নাম দেওয়া হলেও শ্রীলঙ্কা সিরিজ়ে সাইরাজ বাহুতুলেকে কোচ হিসেবে পাঠানো হয়। জানা গিয়েছে, বাংলাদেশ সিরিজ় থেকে মর্নি মরকেল দায়িত্ব নেবেন। উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টসে গম্ভীর মেন্টর ছিলেন ও মরকেল বোলিং কোচ ছিলেন।২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় পাকিস্তান দলের কোচ ছিলেন মরকেল। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ডারবান সুপার জায়ান্টসের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File