স্বাস্থ্য

Stomach Problem | বিশ্বের ৪০ শতাংশের বেশি মানুষই ভুগছেন পেটের সমস্যায়! GDP-হ্যাপিনেস স্কোরকেও 'কারণ' বলছেন চিকিৎসকরা

Stomach Problem | বিশ্বের ৪০ শতাংশের বেশি মানুষই ভুগছেন পেটের সমস্যায়! GDP-হ্যাপিনেস স্কোরকেও 'কারণ' বলছেন চিকিৎসকরা
Key Highlights

এক আন্তর্জাতিক সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বের ৪০ শতাংশের বেশি মানুষ ভুগছেন পেটের রোগে।

এক আন্তর্জাতিক সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বের ৪০ শতাংশের বেশি মানুষ ভুগছেন পেটের রোগে। পেটের যে দু’টি রোগ বাংলাদেশ থেকে বার্মিংহাম পর্যন্ত সকলকে ভোগাচ্ছে, তা হল ফাংশনাল ডিস্পেপসিয়া অর্থাৎ বদহজম ও  গ্যাসের সমস্যা এবং ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস। ৩৩টি দেশের তথ্যাবলী নিয়ে সদ্য প্রকাশিত হয়েছে আরেকটি চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ডিজঅডার্স অব গাট ব্রেন ইন্টারেকশন বা পেটের সংক্রমণগুলি বিভিন্ন দেশের কয়েকটি বিষয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। যেমন, জিডিপি বা সেদেশের মানুষ কতটা সুখী ইত্যাদি।