Fire in Kuwait । কুয়েতের অগ্নিকান্ডে মৃত ৪১ জনের মধ্যে ৩০ জনের বেশি ভারতীয়!

Wednesday, June 12 2024, 12:21 pm
Fire in Kuwait । কুয়েতের অগ্নিকান্ডে মৃত ৪১ জনের মধ্যে ৩০ জনের বেশি ভারতীয়!
highlightKey Highlights

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের। যার মধ্যে ৩০ জনের বেশি ভারতীয়।


কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের। যার মধ্যে ৩০ জনের বেশি ভারতীয়। বুধবার (১২ জুন) ভোরে, কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছিলো, ৪১ জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে ৫ জন ভারতীয়। কিন্তু, পরে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের ৩০ জনের বেশি ভারতীয়। প্রসঙ্গত, ওই ভবনে মূলত শ্রমিকরাই থাকতেন। অধিকাংশই ছিলেন মালয়ালি। ছয়তলা ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিক বাস করতে বলে জানা গিয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File