Local Train Cancel | সাঁতরাগাছিতে সিগন্যালিং সিস্টেমে সমস্যা, হাওড়া-খড়গপুর শাখায় বাতিল ২০০ লোকাল-সহ একাধিক ট্রেন!

সাঁতরাগাছি রেল ইয়ার্ডে ইন্টারলকিং সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। নতুন করে সংস্কার ছাড়া ওই শাখায় পরিষেবা চালু করা অসম্ভব বলে মনে করছেন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা।
সিগন্যালিং সিস্টেমে সমস্যার জেরে প্রায় সব ট্রেনই দুর্ভোগের শিকার সাঁতরাগাছিতে। এই রুটে লোকাল থেকে দূরপাল্লা ট্রেন আটকে যায় মাঝপথে। সূত্রের খবর, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে ইন্টারলকিং সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। নতুন করে সংস্কার ছাড়া ওই শাখায় পরিষেবা চালু করা অসম্ভব বলে মনে করছেন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। আর এই কাজের জন্যই ১৮ মে পর্যন্ত হাওড়া খড়গপুর শাখায় প্রায় ২০০ লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।