Train Accident | চান্ডিলে একসঙ্গে লাইনচ্যুত দুটি মালগাড়ি! বাতিল ২০ টিরও বেশি যাত্রীবাহী ট্রেন!
Saturday, August 9 2025, 6:26 am
Key Highlightsগতকাল গভীর রাতে চান্ডিল স্টেশনে পুরুলিয়ার দিকে যাওয়া একটি মালগাড়ির ১০ টি ওয়াগান লাইনচ্যূত হয়ে যায়।
চান্ডিলে একসঙ্গে লাইনচ্যুত দুটি মালগাড়ি! জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চান্ডিল স্টেশনে পুরুলিয়ার দিকে যাওয়া একটি মালগাড়ির ১০ টি ওয়াগান লাইনচ্যূত হয়ে যায়। সেই সময় ওই স্টেশনেই আরেকটি মালগাড়ির ওয়াগনের সঙ্গে সংঘর্ষ হওয়ায় সেটিও লাইনচ্যূত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান উচ্চ পদস্থ রেল আধিকারিকরা। এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও, বাতিল করা হয়েছে ২০ টিরও বেশি যাত্রীবাহী ট্রেন। বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- ট্রেন বাতিল
- ট্রেন
- ট্রেন দুর্ঘটনা

