School Drop Out | দেশে স্কুলছুট হিসাবে চিহ্নিত ১১.৭০ লক্ষেরও বেশি শিশু! প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশ
Wednesday, December 11 2024, 5:11 pm
Key Highlightsসংসদে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরি জানান, ২০২৪ থেকে ২৫ আর্থিক বছরের প্রথম আট মাসে সারা দেশে ১১.৭০ লক্ষেরও বেশি শিশু স্কুলছুট হিসাবে চিহ্নিত হয়েছে।
দেশে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। আর এই তালিকায় প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশ। সংসদে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরি জানান, ২০২৪ থেকে ২৫ আর্থিক বছরের প্রথম আট মাসে সারা দেশে ১১.৭০ লক্ষেরও বেশি শিশু স্কুলছুট হিসাবে চিহ্নিত হয়েছে। এই সংখ্যক শিশুর শিক্ষার সঙ্গে কোনও সম্পর্ক নেই। উত্তরপ্রদেশে ৭.৮৪ লক্ষ শিশু স্কুলছুট হিসেবে চিহ্নিত। ঝাড়খণ্ডে এই সংখ্যা ৬৫,০০০ এর বেশি, অসমে ৬৩,০০০ এর বেশি৷ বিশেষজ্ঞদের মত, এর প্রধান কারণ হল দারিদ্র্য, অভিভাবকদের অজ্ঞতা এবং স্কুলে শিক্ষার নিম্নমান।
- Related topics -
- দেশ
- ভারত
- শিক্ষা ব্যবস্থা
- উত্তরপ্রদেশ
- শিশু

