করোনা ভাইরাসবাংলার কোভিড গ্রাফ আবার ঊর্ধ্বমুখী! উত্তরবঙ্গের দুই জেলায় উদ্বেগ বাড়ছে।
গত সপ্তাহে বাংলার নিম্নমুখী করোনা সংক্রমণের হার খানিকটা কমলেও গত দু’দিনে ফের বেড়েছে দুশ্চিন্তা। স্বস্তি দীর্ঘস্থায়ী হলনা আবারও ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। তবে সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বাংলায় করোনায় বলি হয়েছে মোট ৫৪ জন। স্বাস্থ্যদপ্তরের এদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩, ৬৬৮ জন। সংক্রমিতদের মধ্যে ৮৭৪ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং ও জলপাইগুড়িতে উদ্বেগজনকভাবে বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা। মৃত ৫৪ জনের মধ্যে ১৯ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা এবং দ্বিতীয় স্থানে কলকাতা।