Chandrayaan 3 । চাঁদে এক সময়ে ছিল ম্যাগমার সমুদ্র! চাঁদে অবতরণের বর্ষপূর্তির আগে নয়া আবিষ্কার চন্দ্রযান ৩ এর

Thursday, August 22 2024, 2:23 pm
highlightKey Highlights

ইসরোর এই মহাকাশযানের সাহায্যে এরপর থেকে নানান তথ্য আবিষ্কার করছেন বিজ্ঞানীরা।


আগের বছর ২৩সে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছিল চন্দ্রযান ৩। ইসরোর এই মহাকাশযানের সাহায্যে এরপর থেকে নানান তথ্য আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। এবার জানা গেল, চাঁদে এক সময় ম্যাগমার সমুদ্র ছিল। এই প্রসঙ্গে বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর সন্তোষ ভাড়াওয়ালে জানান, ”একসময় চাঁদ একটি গলন্ত অবস্থায় ছিল। গোটা চাঁদ জুড়েই ম্যাগমার সমুদ্র ছিল। কিন্তু আমরা এখনও জানি না সেটা ঠিক কতটা বড় এবং আদৌ তার অস্তিত্ব ছিল কি না। এখনও অনেক তদন্ত বাকি আছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File