Earth-Moon Distance । পৃথিবী থেকে একটু একটু করে সরছে চাঁদ! দিনের দৈর্ঘ্য ২৪ ঘন্টার জায়গায় বেড়ে হবে ২৫ ঘন্টা

Friday, August 9 2024, 5:46 am
highlightKey Highlights

পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ২৪ ঘন্টার জায়গায় বদলে হতে পারে ২৫ঘন্টা! এমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।


একটু একটু করে পৃথিবী থেকে সরছে চাঁদ। যার ফলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ২৪ ঘন্টার জায়গায় বদলে হতে পারে ২৫ঘন্টা! এমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। যদিও দিনের দৈর্ঘ্য পরিবর্তন তা হতে আরও ২০ কোটি বছর সময় লাগবে। পৃখিবীর সময়ে বিবেচনা করলে, সময়টা অনেকটা বেশি মনে হলেও মহাজাগতিক সময়ের নিরিখে, এই ২০ কোটি বছর কোনও সময়ই নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File