আবহাওয়াবুধবার থেকেই বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও অব্যাহত থাকবে বর্ষণ
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে চলেছে বৃষ্টিপাতের পরিমান। সেইসঙ্গেই আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে একটি নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে বুধবার, তার সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা যাচ্ছে এই বৃষ্টির দাপট বেশি হতে পারে নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। এই তিন জেলার কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বর্ষণের সম্ভাবনা আছে।