Petrapol | পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সন্ন্যাসীদের! ইউনুস সরকারকে হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দুর
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজ পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন সন্ন্যাসীরা।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজ পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন সন্ন্যাসীরা। সেখানে শামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সনাতনী হিন্দু সংগঠনের ডাকে এদিন দুপুরে পেট্রাপোল সীমান্তের মঞ্চ থেকে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে হিন্দুদের জোট বাঁধার ডাক দেন তিনি এবং জিরো পয়েন্টের দিকে পদযাত্রা করেন। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে হুঁশিয়ারিও দেন বিজেপি নেতা। সীমান্তে বাণিজ্য বন্ধ করলেই বাংলাদেশের টনক নড়বে বলে মত তাঁর।