Monkeypox | এই নিয়ে দুবছরে দুবার! মাঙ্কি পক্সকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Saturday, August 17 2024, 6:51 am
Monkeypox | এই নিয়ে দুবছরে দুবার! মাঙ্কি পক্সকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
highlightKey Highlights

মাঙ্কি পক্সকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা বলে ঘোষণা করেছে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’।


মাঙ্কি পক্স নিয়ে বাড়ছে উদ্বেগ। এমনকি সম্প্রতি মাঙ্কি পক্সকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা বলে ঘোষণা করেছে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। এই নিয়ে দু’বছরে দু’বার মাঙ্কি পক্সকে ‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’ বলে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি আফ্রিকার কঙ্গো উপদেশে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণেই এই ঘোষণা করেছে হু। ইন্টারন্যাশানাল হেলথ রেগুলেশনস ইমারজেন্সির কমিটি হু এবং অনান্য দেশের পাঠানো তথ্য উপরে নির্ভর করেই এই মূহুর্তে গোটা বিশ্বে মাঙ্কি পক্সকে ‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’ বলে চিহ্নিত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File