Chinmoy Prabhu | জামিন নামঞ্জুর, খুন-সহ মোট ৫ টি মামলার জেরে জেলেই থাকতে হচ্ছে সন্ন্যাসী চিন্ময় প্রভুকে!
Thursday, July 24 2025, 3:33 pm

২৪ জুলাই, বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা আদালত চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দেয়।
জুন মাসে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন করা হয়েছিল। তা নামঞ্জুর হলে সেই রায়ের বিরুদ্ধেই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। ২৪ জুলাই, বৃহস্পতিবার ফের তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে দেশের জাতীয় পতাকা অবমাননা, রাষ্ট্রদ্রোহ, আইনজীবী আলিফ হত্যার পরোক্ষ সহযোগী সহ মোট পাঁচটি মামলা রয়েছে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেদিন থেকে জেলেই আছেন তিনি।