মঙ্গলপৃষ্ঠে গত শনিবার গভীর রাতে লালগ্রহের মাটিতে পা দিল চীনের প্রথম মার্স রোভার ঝুরং
Sunday, May 23 2021, 1:44 pm
Key Highlights
মঙ্গলের মাটি স্পর্শ করেছে চীনের তৈরি নভোযান। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। বলা হচ্ছে, নভোযান থেকে ‘ঝুরং’ নামের একটি রোভার রোবট লাল গ্রহের মাটিতে নেমেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ঝুরং নামের রোভার রোবটটির ছয়টি চাকা আছে। এটি এখন মঙ্গলের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আছে। এতে একটি সুরক্ষাধর্মী ক্যাপসুল, একটি প্যারাস্যুট ও একটি রকেট প্ল্যাটফর্ম রয়েছে।এর আগে শুধু যুক্তরাষ্ট্রের কাছে ছিল মঙ্গলের মাটিতে অবতরণের গৌরব।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- চীন
- মঙ্গল গ্রহ
- নভোযান
- ঝুরং