Mohun Bagan vs FC Goa | মোলিনার 'দিল মাঙ্গে মোর ', শিল্ড জিতেও আজ বিধ্বংসী ফুটবল খেলবে মোহনবাগান

Saturday, March 8 2025, 5:07 am
highlightKey Highlights

আজ শিল্ড তুলে দেওয়া হবে মোহনবাগানকে। ঘরের মাঠে এফসি গোয়াকে হারিয়েই উৎসবে মাততে মরিয়া সবুজ মেরুন শিবির।


এই নিয়ে পরপর দুবার ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। আজ যুবভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে লীগ পর্বের শেষ ম্যাচ খেলবে তাঁরা। খেলা শেষে শিল্ড তুলে দেওয়া হবে তাঁদের হাতে। আজ মোহনবাগান হারলেও শিল্ড তাঁদেরই থাকবে। তবে শিল্ড জয়কে স্মরণীয় করে রাখতে মরিয়া মোলিনার দল। ফলে এফসি গোয়ার বিরুদ্ধে আজ বিধ্বংসী ফুটবল খেলতে চলেছে সবুজ মেরুন। এই মরশুমে ২৩ ম্যাচে ৫৩পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে তাঁরা। আরো পয়েন্ট শিকারের আশায় তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File