Mohun Bagan । ডার্বির আগেই কপালে ভাঁজ সবুজ মেরুনের, চোট পেলেন অনিরুদ্ধ থাপা
Wednesday, January 8 2025, 3:24 pm
Key Highlights
বুধবার অনুশীলনে বড় চোট পেলেন অনিরুদ্ধ থাপা। চোটের গুরুত্ব এতটাই ছিল যে পরে আর সেভাবে অনুশীলন করতে পারেননি তিনি।
হাতে আর মাত্র দুইদিন। শনিবার ডার্বি ম্যাচ। যুবভারতীয় ট্রেনিং গ্রাউন্ডে সবুজ মেরুনদের সিচুয়েশন প্র্যাকটিস অর্থাৎ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন চলছিল জোরকদমে। তখনই ঘটলো অঘটন। অনিরুদ্ধ থাপার পা থেকে বল ছিনিয়ে নিতে গিয়ে তাঁকে ট্যাকেল করেন তরুণ ফুটবলার সৌরভ ভানওয়াল। মাটিতে পড়ে ব্যথায় ছটফট শুরু করেন থাপা। চোট এতটাই গুরুতর যে পরে আর অনুশীলন করতে পারেননি তিনি। সতীর্থ মনভীরের কাঁধে ভর দিয়ে গাড়িতে ওঠেন। ফলে ডার্বিতে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- এটিকে মোহনবাগান
- মোহনবাগান
- খেলোয়াড়
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন