East Bengal vs Mohun Bagan । ট্রমাটিক ম্যাচের ড্রামাটিক শেষ, ম্যাকলেরেনের ১ গোলে ডার্বি জিতলো মোহনবাগান
চিরপ্রতিদ্ধন্দী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১:০ গোলে ডার্বি জিতলো মোহনবাগান। খেলার ২ মিনিটেই ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান।
চিরপ্রতিদ্ধন্দী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১:০ গোলে ডার্বি জিতলো মোহনবাগান। খেলার ২ মিনিটেই ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এদিন অস্কার ব্রুজোঁর ছেলেদের রক্ষন ভাগ ছিল দুর্বল। আইএসএলের অন্যান্য ম্যাচে লড়াই করে ফিরে আসলেও এ ম্যাচে ঠিক করে খেলতেই পারলো না লাল হলুদ। মোহনবাগানের রক্ষণে কাঁপুনি ধরিয়ে দিলেও গোল করতে পারেনি ক্লেটন। এদিন দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের পরিস্থিতি আরও খারাপ হয়। খেলার ৬৫ মিনিটে সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখে ইস্টবেঙ্গলকে আরও সমস্যায় ফেলে দেন।