CFL 2024 । বাতিল মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ! দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে ২ বছরের চুক্তি মোহনবাগানের
Friday, August 2 2024, 12:24 pm
Key Highlights
বাতিল হয়ে গেল কলকাতার লিগে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ। IFA-এ সূত্রে খবর, মাঠে জল জমে যাওয়ার কারণেই ম্যাচ বাতিল হয়েছে।
বাতিল হয়ে গেল কলকাতার লিগে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ। IFA-এ সূত্রে খবর, মাঠে জল জমে যাওয়ার কারণেই ম্যাচ বাতিল হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে আরও ২ বছরের চুক্তি করে ফেলল মোহনবাগান। হোসে মলিনার দলের অনুশীলন শুরু হলেও, দিমি এখনও যোগ দেননি ক্লাবে। উল্লেখ্য, কলকাতা লিগে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে মোহনবাগান। পয়েন্ট, ৯। সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে গেলে আরও বেশি কয়েকটি ম্যাচ জিততে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।