Mohun Bagan | কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ, দিমিকে ঘেরাও, লাঠিচার্জ পুলিশের

Wednesday, October 15 2025, 5:40 pm
highlightKey Highlights

তাঁদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বুধবারের কিশোর ভারতী। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।


মোহনবাগান দল এ বার নিরাপত্তার কারণে ACL2র ম্যাচ খেলতে ইরানে যায়নি। IFA শিল্ডের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে ম্যাচে সমর্থকরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায়। এদিনকার ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২:০ হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে মোহনবাগান। খেলা শেষ হতেই কিশোর ভারতী স্টেডিয়ামের সামনে সঞ্জীব গোয়েঙ্কা সহ মোহনবাগান সুপার জায়ান্ট কর্তাদের পদত্যাগের ব্যানার নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। দিমির গাড়িকে আটক করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File