খেলাধুলা

Mohun Bagan vs Bengaluru | বেঙ্গালুরু বিরুদ্ধে গোল করে নতুন রেকর্ড মোহনবাগানের! ISLএ আর কোনও দলের নেই এই কৃতিত্ব

Mohun Bagan vs Bengaluru | বেঙ্গালুরু বিরুদ্ধে গোল করে নতুন রেকর্ড মোহনবাগানের! ISLএ আর কোনও দলের নেই এই কৃতিত্ব
Key Highlights

লিস্টন কোলাসোর গোলে টানা দুটো ম্যাচ ড্রয়ের পর জয় আসলো মোহনবাগানের কাছে।

লিস্টন কোলাসোর গোলে টানা দুটো ম্যাচ ড্রয়ের পর জয় আসলো মোহনবাগানের কাছে। ম্যাচ জুড়ে প্রবল চাপ রেখেছিল বেঙ্গালুরু। কিন্তু শেষ পর্যন্ত মোলিনার দলের ঝুলিতে ৩ আসে পয়েন্ট। আর সেই সঙ্গে নতুন রেকর্ডও গড়ল সবুজমেরুন ব্রিগেড। আইএসএলে প্রথম দল হিসেবে টানা ১৭টি হোম ম্যাচে গোল করল মোহনবাগান। যে কৃতিত্ব আর কোনও দলের নেই। বর্তমানে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে মোহনবাগান। বেঙ্গালুরুর বিরুদ্ধে অবশ্য সেই কাজটা সহজে হল না। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে কোলাসোর গোলার মতো শট জালে জড়িয়ে যায়।