Mohun Bagan | সূচি নিয়ে আপত্তি, মেসারার্সের বিরুদ্ধে কলকাতা লিগে খেলবে না বলে জানালো মোহনবাগান!
Tuesday, August 12 2025, 9:18 am

সূচি নিয়ে আপত্তির জেরে ১৩ অগস্ট মেসারার্সের বিরুদ্ধে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান সুপার জায়ান্ট।
মোহনবাগান সুপার জায়ান্ট ও মেসারার্স ম্যাচ নিয়ে তৈরি জটিলতা। সূচি নিয়ে আপত্তির জেরে ১৩ অগস্ট মেসারার্সের বিরুদ্ধে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুন শিবিরের অভিযোগ, কলকাতা লিগের সুপার সিক্সে যাতে ইস্টবেঙ্গল সহজে প্রবেশ করতে পারে সেই কারণে IFA এই সূচি তৈরি করেছে। গত ৮ অগস্ট মোহনবাগান সুপার জায়ান্টের CEO বিনয় চোপড়া IFA কে চিঠি দিয়ে জানান কলকাতা লিগে তাদের বাকি ম্যাচগুলো যাতে ডুরান্ড কাপের পরে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও IFA ১৩ অগস্ট মেসারার্সের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ ফেলে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- মোহনবাগান
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট