Mohun Bagan vs Chennaiyin Fc । সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল চেন্নাইন এফসি, কামিন্সের দুর্দান্ত গোলে জয় পেলো মোহনবাগান
Sunday, December 1 2024, 3:16 am
Key Highlights
শনিবার রাতে যুবভারতী স্টেডিয়ামে চেন্নাইন এফসিকে ১:০ গোলে হারিয়ে লীগ টেবিল শীর্ষে উঠলো মোহনবাগান।
শনিবার রাতে যুবভারতী স্টেডিয়ামে চেন্নাইন এফসিকে ১:০ গোলে হারিয়ে লীগ টেবিল শীর্ষে উঠলো মোহনবাগান। ম্যাচের ৮৫ মিনিটে কামিন্সের গোলে বাজিমাত করে মোহনবাগান। ম্যাচের ৮৬ মিনিটে স্টুয়ার্টের থেকে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার কোনাকুনি শটে দুর্দান্ত গোলটি করেন কামিন্স। গোটা ম্যাচে চেন্নাইয়ের একবারই গোলে শট মারা চেষ্টা করে। ৭৮ মিনিটে ইরফানের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচায় বিশাল কাইত। বাকি সময়টা বাগান কিপারের কোনো কাজই ছিল না।
- Related topics -
- খেলাধুলা
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- মোহনবাগান
- এটিকে মোহনবাগান
- ফুটবলার
- ফুটবল প্রশিক্ষক
- ফুটবল