Mohun Bagan vs FC Goa । রাজার মুকুট ছিনিয়ে নিলো গোয়া, ৮ ম্যাচ পর আইএসএলে হার মোহনবাগানের
আট ম্যাচ পর খসল মোহনবাগানের ‘অপরাজিত’ তকমা। অ্যাওয়ে ম্যাচে গোয়ার কাছে হার মানল সবুজ মেরুন।
টানা ৮ম্যাচ জয়ের পর আইএসএলে হারের মুখে সবুজ মেরুন। অ্যাওয়ে ম্যাচে গোয়ার কাছে ২:১ গোলে হারল মোহনবাগান। যদিও ১২ ম্যাচে ২৬ পয়েন্টের সুবাদে এখনো লিগ শীর্ষে রয়েছে মোলিনার দল। ম্যাচের ১৩ মিনিটে মোহনবাগানের ডিফেন্ডারের গায়ে লেগে গোলপোস্টে ঢোকে গোয়ার প্রথম গোলটি। সবুজ মেরুনের প্রাক্তন স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর পেনাল্টিতে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন পেত্রাতোস। তবে শেষ রক্ষা হলো না। মোহনবাগানের রক্ষণভাগকে বোকা বানিয়ে কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন গোয়ার ব্রিসন।