Mohun Bagan | কলকাতা লিগে পিয়ারলেসকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল মোহনবাগান!
Friday, July 19 2024, 11:19 am
Key Highlightsকলকাতা লিগে প্রথম জয় পেল মোহনবাগান। বৃহস্পতিবার পিয়ারলেসকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন দল।
কলকাতা লিগে প্রথম জয় পেল মোহনবাগান। বৃহস্পতিবার পিয়ারলেসকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন দল। দলের হয়ে গোল করেন থুমসল টংসিন। ডার্বির পরের ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলেও, মোহনবাগান কিন্তু ঘুরে দাঁড়াল। উল্লেখ্য, চলতি মরশুমে প্রথম দুই ম্যাচ ড্র করেছিল মোহনবাগান। তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারতে হয়েছিল। তবে চতুর্থ ম্যাচে গিয়ে প্রথম জয় পেল মোহনবাগান। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

