Mohun Bagan vs Kalighat Milan Sangha | ডার্বির আগেই কালীঘাটকে ২:১ গোলে হারালো মোহনবাগানের ছেলেরা
Wednesday, July 16 2025, 3:35 pm

কালীঘাটকে ২:১ গোলে হারিয়ে শনিবাসরীয় বড় ম্যাচের আগে ৩ পয়েন্ট এল সবুজ-মেরুন শিবিরে।
১৯ তারিখ ডার্বি। ডার্বির আগে আত্মবিশ্বাস বজায় রাখতে পুরোদমে খেলতে নেমেছিল মোহনবাগানের ছেলেরা। সেই লক্ষ্যে সফল তাঁরা। এদিন কালীঘাটকে ২:১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পকেটে পুরলো সবুজ মেরুন শিবির। এদিন শুরুতেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। সেই গোল শোধ করে কালীঘাটকে সমতায় ফেরান সুরজিৎ হালদার। প্রথমার্ধ ১:১ পয়েন্টে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটে মোহনবাগানের হয়ে বিজয়ী গোলটি করলেন করণ রাই। ডার্বির আগেই স্বস্তি পেলো সবুজ মেরুন শিবির।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- কলকাতা ডার্বি
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- কালীঘাট
- খেলোয়াড়