ISL Semi Final | রক্তাক্ত ফুটবল, জামশেদপুরে ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থকেরা! লাঠিচার্জ পুলিশের

জামশেদপুরে আইএসএলের সেমিফাইনাল ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থকেরা।
বৃহস্পতিবার জামশেদপুরে চলছিল আইএসএলের সেমিফাইনাল ম্যাচ। মাঠে জামশেদপুর এফসি এবং মোহনবাগানের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। সেই আঁচ গ্যালারির সমর্থকদের মধ্যে ছড়াতেই ঘটলো বিপত্তি। অভিযোগ, ম্যাচ চলাকালীন আচমকা জামশেদপুর এফসির সমর্থক এবং সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। বাগবিতন্ডা হাতাহাতির পর্যায়ে গেলে পুলিশ এসে লাঠিচার্জ করে। বেশ কয়েক জন মোহন সমর্থক আহত হন।এদিন, শেষ মুহূর্তের গোলে মোহনবাগানকে হারিয়ে ২:১ পয়েন্টে জিতেছে জামশেদপুর। আগামী সোমবার যুবভারতীতে দ্বিতীয় পর্বের সেমিফাইনাল ম্যাচ।