খেলাধুলা

East Bengal vs Mohun Bagan | ছোটদের ডার্বিতে গোল পেলোনা মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশুন্য রইলো ম্যাচ

East Bengal vs Mohun Bagan | ছোটদের ডার্বিতে গোল পেলোনা মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশুন্য রইলো ম্যাচ
Key Highlights

২৯ তারিখ বুধবার নৈহাটিতে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ছোটরা। সেই ম্যাচটা শেষ হয় গোলশূন্য।

২৯ তারিখ বুধবার নৈহাটিতে চলছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ছোটদের ডার্বি। রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের এই ম্যাচ শেষ হলো গোলশূন্য ভাবে। এই ম্যাচটা ড্র হলেও দুই দলই পরের রাউন্ডে গেলো। কলকাতার অপর দল ডায়মন্ড হারবার এফসিও চলে গেল পরের রাউন্ডে। পাঁচ ম্যাচ খেলে মোহনবাগানের ঝুলিতে রইল ১১ পয়েন্ট, ইস্টবেঙ্গল পকেটে পুরলো ৮ পয়েন্ট। এর আগে মোহনবাগান একটিও ডার্বিতে হারেনি। ছোটদের ডার্বি এবং বড়দের ডার্বি দুটোতেই জিতেছে তাঁরা। এই প্রথমবার নিয়মভঙ্গ হলো।